https://loksamaj.com/?p=279072
করোনায় শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে,রোগীর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ব্যবস্থাপত্র দেয়া। চক্ষু রোগের মতো একটা স্পর্শকাতার রোগে কোন পরীক্ষা করা হচ্ছেনা। পলিথিনের পর্দার ভেতরে বসেই ব্যবস্থাপত্র দিচ্ছেন চিকিৎসক। এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় যশোর ২৫০ শয্যা হাসপাতালের ১০৭ নম্বর কক্ষ থেকে-এমআর খান মিলন